বাংলাদেশের রাস্তায় যদি গাড়ির হর্নের বদলে পাখির কিচ্মিচ শোনা যেত, স্বপ্নের একটু কাছাকাছি আসা গেলো আজ। চীনা জায়ান্ট BYD (Build Your Dreams) আজ ঢাকায় ঢুকে পড়লো তাদের ইলেকট্রিক গাড়ি নিয়ে!
এবার ঢাকার রাস্তা দাপিয়ে বেড়াবে BYD-এর ‘সীল’ (Seal) নামের সেডান গাড়ি। এই ইলেকট্রিক গাড়ি একবার ফুল চার্জে ৫৪০ কিমি পর্যন্ত ছুটতে পারে, যা ঢাকা থেকে চট্টগ্রাম এক ঝটকায় যাওয়ার মতো পথ! আর ফাস্ট চার্জারে মাত্র ৪০ মিনিটেই ফুল চার্জ হয়ে যাবে। তবে, সাধারণ হোম চার্জারে ৬-৭ ঘণ্টা লাগবে।
কিন্তু BYD শুধু ‘সীল’ নিয়ে আসেনি, আরও কয়েকটি মডেল নিয়ে আসছে। তবে, আজকে কয়টা গাড়ি আসছে, সেটা এখনো রহস্য!
Also Check: BYD Car Price In Bangladesh
BYD কে বাংলাদেশে আনছে CG-Runner কোম্পানি লিমিটেড। এরা আবার কারা? এরা মূলত দুইটা কোম্পানির জয়েন্ট ভেনচার। একটা হচ্ছে নেপালের বিখ্যাত চৌধুরী গ্রুপ, আর আরেকটা হচ্ছে বাংলাদেশের নিজস্ব রানার গ্রুপ, যারা আগে থেকেই দু-চাকা আর তিন-চাকা গাড়ি বানিয়ে আসছে।
টেসলার মতো বড় বড় কোম্পানিদের সাথে প্রতিযোগিতা করে BYD।বাংলাদেশের রাস্তায় BYD এর গাড়ি দেখার জন্য আর দেরি নেই! এবার আশা করা যায়, ঢাকার রাস্তা একটু নিঃশব্দ আর পরিষ্কার হবে।